সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ২৩:৫৮

চলতি বছর কমছে বৈশ্বিক সম্পত্তি

চলতি বছর কমছে বৈশ্বিক সম্পত্তি
অনলাইন ডেস্ক

২০২২ সালে বৈশ্বিক হাউজহোল্ড সম্পত্তির উল্লেখযোগ্য সংকোচন দেখা যাবে। ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের সময়ও একই ধরনের প্রবণতা দেখা যায়। আন্তর্জাতিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান আলিয়াঞ্জ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ব্লুমবার্গের।

বুধবার (১২ অক্টোবর) প্রকাশিত বৈশ্বিক সম্পত্তির প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, পরপর তিন বছর সম্পত্তি বাড়ার পর এ বছর দুই শতাংশ কমতে যাচ্ছে।

আলিয়াঞ্জের প্রতিবেদনে বলা হয়, কঠোর আর্থিকনীতির কারণে বাজার ও অর্থনীতিতে চাপ বাড়ছে। এতে হাউজহোল্ড সম্পত্তির পরিমাণ কমবে।

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অর্থনৈতিক পুনরুদ্ধারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কারণ জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো ঋণের বিপরীতে সুদের হার বাড়িয়েছে ব্যাপকভাবে।

মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক টানা তৃতীয়বারের মতো মূল সুদের হার তিন-চতুর্থাংশ বা শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে তিন থেকে তিন দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত করেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়