সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ২৩:৫৭

অর্থপাচার মামলায় খালাস পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

অর্থপাচার মামলায় খালাস পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার ছেলে হামজা শাহবাজ অর্থপাচার মামলায় খালাস পেয়েছেন। বুধবার (১২ অক্টোবর) লাহরের বিশেষ আদালত এই রায় দিয়েছেন। দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১৬ বিলিয়ন রুপি পাচারের অভিযোগে ২০২০ সালে তাদের বিরুদ্ধে মামলা করেছিল। খবর ডনের।

পাকিস্তানের প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিশোধমূলক অর্থ পাচারের মামলায় বিজয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন।

শাহবাজ বলেন, সবচেয়ে খারাপ অনুশীলন, রাষ্ট্রীয় শক্তির ব্যবহার ও প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে রাখা সত্ত্বেও এখন আমি বিজয়ী।

পিএমএল-এন নেতা তালাল চৌধুরী একটি সাক্ষাতকারে এই রায়কে বিজয় অভিহিত করে বলেছেন, এই ধরনের মিথ্যা মামলা একদিন উন্মোচিত হতে বাধ্য ছিল। আজকেই সেই বিজয়ের দিন।

এর আগে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে ১৭৪ সদস্য তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ভোট দেয়।

তার পুরো নাম মিয়া মুহাম্মদ শাহবাজ শরিফ। তিনি পাকিস্তানের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই ও দেশটির ঘরোয়া রাজনীতিতে বেশ পরিচিত মুখ। তিন দফায় ১২ বছর ধরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এই শাহবাজ। প্রদেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রীও তিনি। প্রথমে ১৯৯৭-১৯৯৯ ও পরবর্তীতে দুই দফায় টানা ২০০৮-২০১৮ সাল পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়