প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ২৩:৫৬
কুর্দিস্তানে দমন-নিপীড়ন বাড়িয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী
মানবাধিকার সংস্থাগুলো সতর্কতা দিয়ে বলেছে, কুর্দিস্তান প্রদেশে বিক্ষোভকারীদের ওপর ব্যাপকহারে দমন-নিপীড়ন বাড়িয়েছে ইরানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, কুর্দিস্তানের রাজধানী সানানদাজে নির্বিচারে গুলি ও টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। এমনকি মানুষের বাড়ির ভেতরও টিয়ারগ্যাস ছোড়া হয়েছে।
গণমাধ্যম গার্ডিয়ানকে একজন নারী বিক্ষোভকারী জানিয়েছেন, ইসলামিক রেভ্যুলেশনারী গার্ড সানানদাজে হত্যাকাণ্ড চালাচ্ছে।
তিনি দাবি করেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরের কার্যক্রম বন্ধ করে অস্ত্র ও বোমা দিয়ে মানুষকে হত্যা করছে শুধুমাত্র স্বাধীনতার কথা বলায়।
ইরান সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া সত্ত্বেও নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেংগ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায় গোলাগুলি চলছে।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, সারারাতজুড়ে ইরানের যুদ্ধবিমান শহরের বিমানবন্দরটিতে আসে। তাছাড়া ইরানের অন্যান্য স্থান থেকে বাসে করে স্পেশাল ফোর্সের সেনাদের নিয়ে আসা হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান