সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ২৩:৪৪

খেরসনের কিছু অঞ্চল পুনর্দখল করেছে ইউক্রেন

খেরসনের কিছু অঞ্চল পুনর্দখল করেছে ইউক্রেন
অনলাইন ডেস্ক

ইউক্রেন জানিয়েছে, দক্ষিণ দিকের অঞ্চল খেরসনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের সেনারা, ধীরগতিতে চালানো পাল্টা আক্রমণে আরও পাঁচটি গ্রাম পুনর্দখল করেছে তারা। ইউক্রেনের নিযুক্ত খেরসন প্রশাসনের প্রধান ইউরোস্লাভ ইয়ানোশেভিচ বুধবার বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী আরও পাঁচটি অঞ্চল স্বাধীন করেছে।

এই পাঁচটি গ্রাম প্রায় একই সঙ্গে অবস্থিত।

এদিকে গত সপ্তাহে ইউক্রেনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের সেনাবাহিনী খেরসনে ২ হাজার ৪০০ স্কয়ার কিলোমিটার অঞ্চল পুনর্দখল করেছে।

আগস্টের শেষ দিকে নিজেদের পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। পাল্টা আক্রমণের শুরুতেই পুরো খারকিভ দখল করে নেয় তারা। বর্তমানে কৃষ্ণ সাগরীয় অঞ্চল খেরসনের দিকে আগাচ্ছে ইউক্রেনীয় সেনারা এবং সেখানে সফলতাও পাচ্ছে।

সূত্র: সিএনএন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়