প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ১৮:৪৩
ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ, আটজনকে আটক করেছে রাশিয়া
অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে যুক্ত করা সেতুতে গত ৮ অক্টোবর হামলার ঘটনা ঘটে। পুতিনের জন্মদিনের একদিন পরে ঘটা এ হামলায় অন্তত চারজন নিহত হয়।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুশ কর্তৃপক্ষ আটজনকে গ্রেপ্তার করেছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) দাবি করে, ইউক্রেনের প্রধান গোয়ন্দা বিভাগ এই হামলার ব্যবস্থা করেছে। খবর বিবিসির।
রুশ সংবাদ সংস্থা (আরআইএ) এফএসবি ও রাশিয়ার তদন্ত কমিটির বরাত দিয়ে বলছে, এই হামলার সঙ্গে জড়িত থাকায় রাশিয়ার পাঁচ নাগরিক, ইউক্রেন ও আর্মেনিয়ার তিনজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজনকারীকে কোথা থেকে আটক করা হয়েছে সেই সম্পর্কে কিছু বলা হয়নি।
এফএসবির রিপোর্টে বলা হয়েছে, বিস্ফোরক ডিভাইসের ওজন ছিল প্রায় ২৩ মেট্রিন টন। এফএসবির বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরক ডিভাইসটি ইউক্রেনের বন্দর নগরী ওডেসা থেকে আগস্টের শুরুর দিকে বুলগেরিয়া, জর্জিয়া এবং আর্মেনিয়া হয়ে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার নতুন এই দাবি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।