সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২, ০১:১০

ফিলিস্তিনির গুলিতে ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনির গুলিতে ইসরাইলি সেনা নিহত
অনলাইন ডেস্ক

বিরোধপূর্ণ জেরুজালেমে শনিবার রাতে অস্ত্রধারীর ছোড়া গুলিতে নিহত হয়েছে একজন ইসরাইলি সেনা। আহত হয়েছে আরও দুইজন।

জেরুজালেমের একটি সেনা চৌকিতে গুলি চালায় সেই অস্ত্রধারী।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যে ফিলিস্তিনি এ হামলা চালিয়েছে তাকে খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷

পূর্ব তীরে দুইজন ফিলিস্তিনি তরুণ নিহত হওয়ার পর ইসরাইলি সেনাবাহিনীর ওপর গুলির ঘটনা ঘটেছে৷

তাছাড়া ইহুদিদের সুক্কোত উৎসব শুরু হওয়ার একদিন আগে জেরুজালেমে ইসরাইলি বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটল৷

এ উৎসবের সময় জেরুজালেমে জড়ো হয় হাজার হাজার ইহুদি৷

এদিকে ২০১৫ সালের পর এ বছর ইহুদিদের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে৷

সূত্র : দ্য নিউ আরব

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়