প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০৯:৩২
ইউক্রেনের মুক্ত করা ভূখণ্ড পুনর্দখলের অঙ্গীকার রাশিয়ার
রাশিয়ায় অন্তর্ভুক্ত করা যেসব ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন সেগুলো পুনর্দখলের অঙ্গীকারের কথা জানিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুনর্দখলের পর এসব ভূখণ্ড ‘চিরতরে’ রাশিয়ার হয়ে যাবে। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
গত কয়েক সপ্তাহে ইউক্রেনের রুশ বাহিনীর কয়েকটি সামরিক ব্যর্থতার বুধবার পেসকভ বলেছেন, ইউক্রেনের নিয়ন্ত্রণ নেওয়া ভূখণ্ড পুনর্দখল করা হবে।
তিনি বলেছেন, এসব ভূখণ্ড চিরতরে রাশিয়ার হয়ে যাবে এবং কখনও ফিরিয়ে দেওয়া হবে না।
পেসকভ বলেছেন, রাশিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে জনগণের ইচ্ছার বিষয়ে পরামর্শ অব্যাহত রাখবে। গত সপ্তাহে ডনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করে স্বাক্ষরিত চুক্তি বৈধ।
জাপোরিজ্জিয়া ও খেরসনের বিশাল অংশ এখনও রাশিয়া নিয়ন্ত্রণে নিতে পারেনি।
বিতর্কিত গণভোটের পর চারটি ভূখণ্ড রাশিয়ায় অন্তর্ভুক্তির পর দক্ষিণাঞ্চলে বড় ধরনের সামরিক সাফল্য পেয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। একই সঙ্গে পূর্বাঞ্চলেও তাদের অবস্থান শক্তিশালী হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একাধিক এলাকায় নতুন বসতি মুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে তুমুল লড়াই চলছে।
খেরসনে রুশপন্থী নেতা ভ্লাদিমির সালদো স্বীকার করেছেন, ডুডচানি শহরের কাছে রাশিয়ার প্রতিরক্ষা বলয় ভেঙে দিয়েছে ইউক্রেনীয় সেনারা। কিছু বসতি ইউক্রেনীয় বাহিনী দখল করেছে।