প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:২০
এবার রাশিয়ার মির পেমেন্ট বন্ধ করল আরও একটি দেশ
রাশিয়ার ন্যাশনাল পেমেন্ট কার্ড সিস্টেমের ইস্যু করা মির পেমেন্ট কার্ড স্থগিত করেছে উজবেকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে উজবেকিস্তানের উজকার্ড সিস্টেম একটি বিবৃতিতে জানিয়েছে, ‘প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রক্রিয়ার’ জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবশ্য বিবৃতিতে সেসব নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর ভিসা এবং মাস্টারকার্ডের রাশিয়ান বিকল্প হিসেবে মির পেমেন্ট সিস্টেম চালু করে রাশিয়া।
এদিকে, রাশিয়ার ‘মির পেমেন্ট সিস্টেমের’ ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য কয়েকদিন ধরে তুরস্কের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান নিউইয়র্ক থেকে বলেছেন, তুরস্কে রাশিয়ার মির পেমেন্ট সিস্টেম চালু রাখা হবে নাকি বন্ধ করে দেওয়া সেটি নিয়ে তিনি আলোচনা করবেন।
তবে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তুরস্কে মির পেমেন্ট সিস্টেমের ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে।