সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:১৮

আমিরাতের কাছে নতুন ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিক্রি করবে ইসরাইল

আমিরাতের কাছে নতুন ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিক্রি করবে ইসরাইল
অনলাইন ডেস্ক

ইসরাইল সংযুক্ত আরব আমিরাতের কাছে নতুন ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিক্রির পরিকল্পনা করছে। এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা ভূমি থেকে আকাশে নিক্ষেপ করতে সক্ষম।

সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল নির্মিত স্পাইডার নামে নতুন ওই ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিক্রি করতে রাজি হয়েছে ইসরাইল। খবর রয়টার্স ও আলজাজিরার।

স্পাইডার ক্ষেপণাস্ত্রব্যবস্থা পেলে আরব আমিরাত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা প্রতিহত করতে পারবে। চলতি বছরের প্রথম দিকে আরব আমিরাতের রাজধানী আবুধাবির ওপর হামলা হয়েছিল।

ইসরাইলের তৈরি স্পাইডার ক্ষেপণাস্ত্রব্যবস্থা নিচু দিয়ে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও হেলিকপ্টার ভূপাতিত করতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে কি ধরনের চুক্তি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ইসরাইল কতগুলো ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে এবং এরই মধ্যে আমিরাতকে ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু হয়েছে কিনা তাও পরিষ্কার নয়।

এ বিষয়ে ইসরাইলের সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক কমিটির চেয়ারম্যান রাম বেন বারাককে জিজ্ঞেস করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়