সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩২

ইতালিতে বন্যায় নিহত ১১

ইতালিতে বন্যায় নিহত ১১
অনলাইন ডেস্ক

ইতালির উপকূলবর্তী মার্সে অঞ্চলে বৃষ্টি পরবর্তী বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে৷ বন্যা আক্রান্ত অঞ্চলের মানুষকে জরুরি সেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সরকার৷

এদিকে মার্কে অঞ্চলের প্রেসিডেন্ট ফ্রান্সেকো আকোয়ারোলি উদ্ভূত পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷

গত বৃহস্পতিবার বিকালে কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে এ অঞ্চলের রাস্তাঘাট পানিতে ডুবে যায়৷ আবহাওয়া অধিদপ্তর জানায়, সেদিন রেকর্ড ৪২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা ২০২১ সালে এ অঞ্চলের মোট বৃষ্টিপাতের অর্ধেক৷

রয়টার্সের এক ভিডিও ফুটেজে দেখে গেছে, সেখানকার কান্টিয়ানো গ্রামের বাসিন্দারা রাস্তায় জমে থাকা কাদামাটির স্তূপ সরানোর চেষ্টা করছেন৷ তাছাড়া বৃষ্টি ও বন্যার পানির প্রভাবে বিভিন্ন ফলের দোকান উল্টে পড়ে আছে৷

এমন পরিস্থিতিতে উদ্ধারকর্মীরা আটকেপড়া মানুষদের সাহায্যে দ্রুত এগিয়ে যায়৷ শহরের ভিতরে চলাচলের জন্য ডিঙ্গি নৌকাসহ হেলিকপ্টার নিয়ে সহায়তায় এগিয়ে আসে তারা৷

এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার বন্যা আক্রান্ত অঞ্চল পরিদর্শন করেন ইটালির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি৷ এ সময় তিনি উদ্ভূত পরিস্থিতিকে ‘বিপর্যয়’ বলে মন্তব্য করেন৷ তাছাড়া আক্রান্তদের সহায়তা প্রদান করার আশ্বাস দেন তিনি৷ সৌজন্যে : ডয়চে ভেলে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়