প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৭
চীনে বাস উল্টে নিহত ২৭
অনলাইন ডেস্ক
দক্ষিণ-পূর্ব চীনে রবিবার বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই বছরে দেশটিতে ঘটা সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা এটি। খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, গ্রামীণ গুইঝোও প্রদেশের একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ৪৭ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় বাসটি সড়কে উল্টে যায়।
দুর্ঘটনায় আহত ২০ জনকে জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মীরা উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছেন। তবে পুলিশ এর বিস্তারিত জানাতে পারেনি।
দুর্ঘটনাটি যেখানে ঘটেছে সেটি প্রত্যন্ত অঞ্চল এবং গুইঝোওয়ের পাহাড়ি অংশে পড়েছে। সেখানে মূলত কিছু জাতিগত সংখ্যালঘুর বাড়িঘর।