প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৪
পাঁচ বছরে তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে চীন : সিআইএ
মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির (সিআইএ) উপপরিচালক ডেভিড কোহেন বলেছেন, ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে চীন। এজন্য সেনাবাহিনীকেও সেভাবে প্রস্তুত করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। খবর সিএনএন।
তবে তার আগে দ্বীপদেশটিকে শান্তিপূর্ণভাবে চীনের সঙ্গে একীভূত করার চেষ্টা করবেন তিনি। শান্তিপূর্ণ উপায়ে না হলে শক্তি প্রয়োগ করবেন।
সম্প্রতি সিআইএর বিবৃতির বরাত দিয়ে সিএনএনকে উদ্ধৃত করে রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, জিনপিং তাইওয়ান দখলে এখনই কোনো আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছেন না। তবে তিনি শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের লক্ষ্যে সামরিক সক্ষমতা গড়ে তুলতে চাচ্ছেন।
সিআইএর উপপরিচালকের বক্তব্য উদ্ধৃত করে সিএনএন বলেছে, ‘তিনি (চীনা প্রেসিডেন্ট) এখনও সেই সিদ্ধান্ত নেননি। তবে তিনি তার সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এর মানে তিনি যেটা করতে সেটা যেন করতে সক্ষম হন। এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা তথ্য সেটাই বলছে’।