সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:১৭

অত্যাধুনিক অস্ত্র তৈরির ক্ষমতা কমছে রাশিয়ার

অত্যাধুনিক অস্ত্র তৈরির ক্ষমতা কমছে রাশিয়ার
অনলাইন ডেস্ক

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অত্যাধুনিক অস্ত্র তৈরির ক্ষমতা কমছে রাশিয়ার৷

সংবাদ সংস্থা রয়টার্সের কাছে এমন দাবি করেছেন ন্যাটোর উচ্চপদস্থ কর্মকর্তা রব বাউয়ার।

তার দাবি, রাশিয়ার ক্রুস মিসাইল ও আরও অত্যাধুনিক অস্ত্র তৈরির ক্ষেত্রে যেসব যন্ত্রাংশ প্রয়োজন তার কিছু পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আমদানি করতে হয়। কিন্তু নিষেধাজ্ঞার কারণে এখন সেগুলো পাচ্ছে না রাশিয়া৷ ফলে তাদের অস্ত্র উৎপাদনে ব্যহত হচ্ছে৷

তবে ন্যাটোর এ কর্মকর্তা সঙ্গে এও জানিয়েছেন, রাশিয়ার যেসব কোম্পানি রয়েছে সেগুলোর এখনো অত্যাধুনিক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে৷

এ ব্যাপারে এ কর্মকর্তা বলেন, আমরা যতদূর জানি, রাশিয়ার এখনো বিপুল পরিমাণ উৎপাদনক্ষমতা আছে এবং তারা অনেক অস্ত্র তৈরি করতেও পারবে৷

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়