প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৬
সঠিকভাবে হিজাব না পরায় পুলিশের মারধর, তরুণীর মৃত্যু
সম্প্রতি ‘পরিপূর্ণভাবে’ হিজাব না পরার কারণে মাহসা আমিনি (২২) নমের এক তরুণীকে গ্রেপ্তার করেছিল ইরান পুলিশ। গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে কোমায় চলে গেলে ওই তরুণীকে ‘মারধরের’ অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মারা গেছেন মাহসা আমিনি।
ইরানের বেসকারি সংবাদ সংস্থা জানিয়েছে, মাহসা চলতি সপ্তাহের শুরুতে ইরানের কুর্দিস্তান প্রদেশ থেকে রাজধানী তেহরানে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। এসময় ‘সঠিকভাবে’ হিজাব না পরায় তাকে গ্রেপ্তার করে ‘গাশত-ই এরশাদ’ নামে পরিচিত ইরানের নৈতিকতা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, চুল পুরোপুরি না ঢাকার জন্য মাহসা আমিনিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরান পুলিশের দাবি, আটক থাকা অবস্থায় মাহসা ‘হার্টের সমস্যায়’ ভুগছিলেন।
তবে পুলিশের এমন দাবি প্রত্যাখ্যান করে মানবাধিকার কর্মীরা বলছেন, পুলিশের মারধরেই মৃত্যু হয়েছে মাহসার।