সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:০৪

গাড়ি চালালেন বাইডেন, নিতে চাইলেন যাত্রী!

গাড়ি চালালেন বাইডেন, নিতে চাইলেন যাত্রী!
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে একটি গাড়ির প্রদর্শনীতে গিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন, আর সেখানে গিয়ে গাড়ি চালিয়েছেন তিনি। এখানেই শেষ নয়। উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশে মজা করে বলেন, কেউ কি ওয়াশিংটন ডিসিতে যেতে চান? চলে আসুন, ওয়াশিংটন পৌঁছে দেব।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হান্টিংটন প্লেসে ডেট্রয়েট অটো শোর আয়োজন করা হয়েছিল।

সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে, সেখানে গিয়েছিলেন জো বাইডেন। ওই প্রদর্শনীতে গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান ক্যাডিলাকের নতুন গাড়ি ক্যাডিলাক লিরিকে উঠেছিলেন তিনি। সেই সময় গাড়িটি চালিয়ে দেখেন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট জো বাইডেন যখন গাড়ি চালাচ্ছিলেন, সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, প্রেসিডেন্ট দর্শনার্থীদের উদ্দেশে বলছেন, ‘কেউ কি ওয়াশিংটন ডিসিতে যেতে চান? চলে আসুন, এই গাড়িতে উঠে পড়ুন। আমি আপনাকে ওয়াশিংটন পৌঁছে দেব।’

দর্শনার্থীরাও তো কম নন। তাদের মধ্যে একজন বলে বসেন, ‘এটা কি আমার উবার? এটা উবার রাইড?’ এর জবাবে প্রেসিডেন্ট বলেন, ‘এটা উবার।’

হান্টিংটন প্লেসে ডেট্রয়েট অটো শোর আয়োজন করা হয়েছিল মূলত সাংবাদিকদের জন্য। তবে প্রেসিডেন্ট সেখানে যাবেন—এ জন্য প্রদর্শনী শুরুর কয়েক ঘণ্টা পর জায়গাটি ফাঁকা করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেনারেল মোটরসের প্রধান নির্বাহী মেরি বারা।

ডেট্রয়েট অটো শোর এবারের মূল আকর্ষণ ছিল বিদ্যুচ্চালিত গাড়ি। প্রদর্শনীতে যোগ দিয়ে সেখানে বেশ কিছু ঘোষণা দিয়েছেন বাইডেন। তিনি জানিয়েছেন, অঙ্গরাজ্যগুলোও সরকারি উদ্যোগে গাড়ি চার্জিং স্টেশন হবে। এ জন্য ৭৫০ কোটি মার্কিন ডলার ব্যয় করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়