বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪০

টাকা নিয়ে ব্যাংকের তালবাহানা, বৈরুতে অস্ত্র নিয়ে ঢুকলেন নারী

টাকা নিয়ে ব্যাংকের তালবাহানা, বৈরুতে অস্ত্র নিয়ে ঢুকলেন নারী
অনলাইন ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতের একটি ব্যাংকে গত ১১ আগস্ট একজন ব্যক্তি অস্ত্র নিয়ে প্রবেশ করেন। কারণ তার অর্থ আটকে রেখেছিল ব্যাংক।

লেবাননের অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় ২০১৯ সাল থেকে ব্যাংকগুলো সাধারণ মানুষের অর্থ ফেরত দিচ্ছে না। দিলেও খুব অল্প দিচ্ছে।

এতে ক্ষীপ্ত হয়ে ওই ব্যাক্তি ব্যাংকে অস্ত্র নিয়ে ঢুকে তার অর্থ ছাড়িয়ে নিয়েছিলেন।

১৪ সেপ্টেম্বর বুধবার লেবাননের বৈরুতের একটি ব্যাংকে ঠিক একই কাণ্ড ঘটিয়েছেন এক নারী। তিনি তার সহযোগীদের সঙ্গে নিয়ে অস্ত্র হাতে বিএলওএম ব্যাংকের একটি শাখায় প্রবেশ করেন।

অস্ত্রের মুখে নিজের অর্থ ফেরত দিতে ব্যাংকের কর্মকর্তাদের হুমকি দিতে থাকেন।

ব্যাংকে ঢুকে ওই নারী ফেসবুকে লাইভ করেন। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি সালি হাফেজ, আমি আজ এসেছি, আমার বোনের অর্থ ফেরত নিতে যে হাসপাতালে মারা যাচ্ছে।

তিনি আরও বলেন, আমি কাউকে খুন করতে বা গুলি করতে আসিনি। আমি আমার অধিকার নিতে এসেছি।

এদিকে এ নারীর এমন কাণ্ডের পর লেবাননের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হিরো হিসেবে আখ্যায়িত করেন অন্যন্য ব্যবহারকারীরা।

ভিডিওতে আরেকটি নারীকে বলতে শোনা যায় তারা ব্যাংক থেকে ১৩ হাজার ডলার ছাড়িয়ে নিতে পেরেছেন।

এদিকে এ ঘটনার পর দেখা যায় ব্যাংকের ভেতর পেট্রোল পরে আছে। তাছাড়া সেখানে একটি অস্ত্রও পাওয়া যায়। তবে ওই অস্ত্রটি আসল কিনা সেটি এখনো জানা যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসার আগেই ব্যাংকের একটি জানালা ভেঙে সেই নারী পালিয়ে যান।

সূত্র: আল আরাবিয়া

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়