প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৬
ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণহীন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। পরিস্থিতি এতই ভয়াবহ যে আগুন নিয়ন্ত্রণে বৃষ্টিই শেষ ভরসা বলছেন দমকলকর্মীরা।
দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এ দাবানল এরই মধ্যে গ্রাস করেছে অঙ্গরাজ্যটির উত্তর-দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার এক লাখ একরের বেশি বনাঞ্চল। ঘটছে প্রাণহানির ঘটনাও।
শুধু বনাঞ্চলে নয়, আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়েও। দাবানলে পুড়ে গেছে বেশকিছু রাস্তাঘাট, ঘরবাড়ি। শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। এর মধ্যে আরো কয়েক হাজার পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করে যাচ্ছে দমকলবাহিনী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। তবে শুষ্ক আবহাওয়া সেই সঙ্গে তীব্র বাতাসের কারণে আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দাবানল এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, তা নিয়ন্ত্রণে বৃষ্টিকেই শেষ ভরসা মনে করছেন দমকলকর্মীরা।
এরই মধ্যে অঙ্গরাজ্যটিতে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তীব্র বাতাসের কারণে দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।