সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:১০

‘জার্মানির দেওয়া অস্ত্রে সাফল্য পাচ্ছে ইউক্রেন’

‘জার্মানির দেওয়া অস্ত্রে সাফল্য পাচ্ছে ইউক্রেন’
অনলাইন ডেস্ক

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, ইউক্রেনকে জার্মানি যেসব অস্ত্র দিয়েছে, সেই অস্ত্রগুলো এখন যুদ্ধে ব্যবধান গড়ে দিচ্ছে।

তিনি বলেন, আমাদের দেওয়া জেপার্ড বিমান বিধ্বংসী ট্যাংক, স্বয়ংক্রিয় হাউইটজার ২০০০, মাল্টিপল রকেট লঞ্চার মার্স, এই অস্ত্রগুলো আসলে এ ব্যাপারে (খারকিভে ইউক্রেনের সেনাদের সাফল্য) অবদান রাখছে।

চ্যান্সেলর ওলাফ শলৎজ আরও বলেছেন, ইউক্রেনকে জার্মানি ইরিস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা দিয়েছে এবং জার্মানি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও কেনার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে জার্মানির কাছ থেকে জরুরিভিত্তিতে অত্যাধুনিক মার্দার অথবা লিওপার্ড যুদ্ধ ট্যাংক চাইছে ইউক্রেন। তবে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যাম্বার্চট এসব ট্যাংক ইউক্রেনকে দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এখন পর্যন্ত কোনো দেশ ইউক্রেনকে পশ্চিমা যুদ্ধ ট্যাংক দেয়নি।

তিনি আরও জানিয়েছেন, জার্মানি ইউক্রেনকে সোভিয়েত আমলের ট্যাংক দিয়েছে যা ইউক্রেনের সেনারা এখনই ব্যবহার করতে পারবে। কিন্তু অত্যাধুনিক ট্যাংক নেওয়ার আগে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ নিতে হবে।

সূত্র: সিএনএন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়