সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:০৫

কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজে মাইনের আঘাত

কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজে মাইনের আঘাত
অনলাইন ডেস্ক

কৃষ্ণ সাগরে একটি যুদ্ধজাহাজে সমুদ্রে পুঁতে রাখা মাইন আঘাত হেনেছে। রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সমুদ্রের মাইন সরানোর কাজে নিয়োজিত রোমানিয়ার একটি যুদ্ধজাহানে মাইনের আঘাত লাগে বলে দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ‘লেফটেন্যান্ট দিমিত্রি নিকোলেস্কু’নামে মাইন সরানোর কাজে নিয়োজিত জাহাজে মাইন আঘাত হানে। অন্য আরেকটি জাহাজ সেখানে মাইন দেখতে পেলে তা অপসারণের জন্য লেফটেন্যান্ট দিমিত্রি নিকোলেস্কু সেখানে পৌঁছায়। তবে যখন লেফটেন্যান্ট দিমিত্রি নিকোলেস্কু মাইনের কাছে আসে, তখন বাতাস বেড়ে যাওয়ায় জাহাজের কর্মীরা মাইন সরাতে পারছিলেন না।

এ সময়ই জাহাজের সঙ্ড়ে মাইনের আঘাত লাগে। বিস্ফোরণে জাহাজের সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নৌবাহিনী জানিয়েছে। অবশ্য এতে কেউ হতাহত হয়নি বলে নৌবাহিনীর তরফ থেকে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়