সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:০০

এবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

এবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক

আবার নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয় এবং মন্ত্রীর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের ওই মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর ওপর সাইবার হামলা চালাচ্ছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের ওপর নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করে। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ইরান ২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলা চালানোর অপচেষ্টা করে আসছে।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি আলবেনিয়ার ওপর ইরান সাইবার হামলা চালায় বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাডি ওয়াটার নামে একটি সাইবার গ্রুপ ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের হয়ে ২০১৮ সাল থেকে বেশ তৎপর হয়ে কাজ করছে।

ইরানের গোয়েন্দা ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব এই সাইবার গ্রুপটিকে নিয়ন্ত্রণ করছেন বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়