প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ২১:০৫
যেসব নোট ও মুদ্রায় রানির ছবি আছে সেগুলোর কী হবে
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছবিসহ ছাপানো নোট ও কয়েনের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নতা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অ্যান্ড্রো বেইলি।
দ্য ডেইলি মিরর এক প্রতিবেদনে জানায়, রানির মৃত্যুর নতুন রাজা হয়েছেন প্রিন্স চার্লস। এখন ব্যাংকের পক্ষ থেকে প্রিন্স চার্লসের ছবিসহ নোট ও মুদ্রা ছাপা হবে। যুক্তরাজ্যের বাজারে নতুন নোট ও মুদ্রা আসবে।
আর যেসব নোটে রানির ছবি আছে, সেগুলো বাজার থেকে প্রত্যাহার করা হবে না। সেসব নোট পুরাতন হয়ে গেলে তা বাতিল হয়ে যাবে।
আর ১৯৫৩ সালের আগে কয়েনে রানির ছবি ছাপানোর রীতি ছিল না। কিন্তু ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ক্ষমতায় আরোহণের পর কয়েনে রানির ছবি ছাপানো শুরু হয়।
রানির মৃত্যুর কারণে রানির ছবিসহ নতুন কোনো কয়েন বাজারে ছাড়া হবে না। আর নোটের মতো যেসব মুদ্রা বাজারে রয়েছে সেগুলো নষ্ট হওয়ার আগ পর্যন্ত বহাল থাকবে।