প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪
হিমার্স দিয়ে ৪০০ রুশ অবস্থানে হামলা ইউক্রেনের: মার্ক মিলি
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্রব্যবস্থা হিমার্স দিয়ে ইউক্রেন রাশিয়ার চার শতাধিক অবস্থানে হামলা চালিয়েছে।
জার্মানির রামস্টেইন সেনাঘাঁটিতে বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন এ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। খবর রয়টার্সের।
উল্লেখ্য, রাশিয়ার সেনা অভিযান মোকাবিলায় প্রথম থেকেই সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
এরই অংশ হিসেবে গত মঙ্গলবারও নতুন করে হিমার্সসহ ৬৭৫ মিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার কথা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্ক মিলির দাবি, রাশিয়ার দখল করে নেওয়া বেশ কয়েকটি এলাকা মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা হিমার্স দিয়ে ইউক্রেন পুনরুদ্ধার করেছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে।