সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৫০

পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমানের যন্ত্রাংশ বিক্রি করবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমানের যন্ত্রাংশ বিক্রি করবে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমান সংশ্লিষ্ট যন্ত্রাংশ বিক্রি করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। অনেক দেনদরবারের পর সম্প্রতি মার্কিন সিনেটে এ সংক্রান্ত বিলটি অনুমোদন পায় বলে জানিয়েছে পেন্টাগন। খবর রয়টার্সের।

ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান এসব সরঞ্জাম পেতে যাচ্ছে।

এফ-১৬ বিমানের সরঞ্জাম বিক্রি সম্পর্কে এক বিবৃতিতে ইউএস ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলেছে, সম্ভাব্য এই বিক্রি নিয়ে কংগ্রেসের প্রয়োজনীয় সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

পাকিস্তান সরকারের কাছে এফ-১৬ বিমানের যন্ত্রাংশ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

এসব সরঞ্জামের মূল্য হবে ৪৫ কোটি মার্কিন ডলার। ইউএস ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলেছে, আমেরিকার কাছে পাকিস্তান এসব সরঞ্জামের জন্য অনুরোধ করে। তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

তবে এ অনুমোদনের আওতায় পাকিস্তানকে নতুন কোনো বিমান, অস্ত্র বা গোলাবারুদ দেবে না যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন বলছে, এফ-১৬ বিমানের সরঞ্জামাদি পেলে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদার হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়