সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৭

কোটি কোটি পিঁপড়ে ঘিরে ফেলেছে গ্রাম

কোটি কোটি পিঁপড়ে ঘিরে ফেলেছে গ্রাম
অনলাইন ডেস্ক

কোটি কোটি বিষাক্ত পিঁপড়ে ঘিরে ফেলেছে গোটা গ্রাম। পিঁপড়ের হামলায়, আতঙ্কে ঘর ছাড়ছেন গ্রামবাসী। পিঁপড়ের কামড়ে গা ফুলে চাকা চাকা দাগ হয়ে যাচ্ছে। চুলকানির পর শুরু হচ্ছে শরীরে জ্বলুনি। রেহাই পাচ্ছে না গবাদিপশুও। যেদিকে চোখ যায় শুধু লাল আর লাল।

রাস্তাঘাট, মাঠ, ঘরবাড়ি, গাছ, পুকুরপাড়, নদীর ধার-সবখানেই পিঁপড়ে। আর এদের সংখ্যা যত বাড়ছে ততই কোণঠাসা হয়ে পড়ছেন গ্রামবাসী। পিঁপড়ের হামলা থেকে বাঁচতে কীটনাশক পাউডার ছড়িয়েও কিছু হচ্ছে না বলে দাবি গ্রামবাসীর। টাইমস নাউ, আনন্দবাজার পত্রিকা।

ঘটনাটি ওড়িশার পুরির পিপিলি ব্লকের চন্দ্রদেইপুর পঞ্চায়েতের। এই পঞ্চায়েতের ব্রাহ্মণশাহি গ্রাম বড় বড় লাল পিঁপড়ের (রেড এবং ফায়ার অ্যান্ট) জ্বালায় অতিষ্ঠ। গ্রামে ১০০ পরিবারের বাস। গ্রামটি নদী এবং জঙ্গলে ঘেরা। নদীর ধারে এবং জঙ্গলে এই বিষাক্ত পিঁপড়েগুলোর বাস। প্রবল বৃষ্টি কারণে পিঁপড়েগুলোর বাসায় জল ঢুকে যাওয়ায় কোটি কোটি পিঁপড়ে গ্রামের দিকে উঠে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়