সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৫

চীনে করোনার কঠোর বিধিনিষেধ, কমছে আমদানি-রপ্তানি

চীনে করোনার কঠোর বিধিনিষেধ, কমছে আমদানি-রপ্তানি
অনলাইন ডেস্ক

মূল্যস্ফীতি ও করোনার বিভিন্ন বিধিনিষেধের কারণে সারা বিশ্বের পাশাপাশি চীনে ভোক্তা চাহিদা কমেছে। চলতি বছরের আগস্টে চীনের রপ্তানি প্রবৃদ্ধি দুর্বল হয়েছে। তাছাড়া সংকুচিত হয়েছে আমদানি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বছর আগের তুলনায় রপ্তানি ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ দশমিক ৯ বিলিয়ন ডলারে, যা জুলাইয়ের ১৮ শতাংশ সম্প্রসারণের মাত্র এক-তৃতীয়াংশ। তাছাড়া আগের মাসের তুলনায় আমদানি শূন্য দশমিক দুই শতাংশ সংকুচিত হয়েছে।

এসএন্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের রাজীব বিশ্বাস এক প্রতিবেদনে জানিয়েছে, রপ্তানিখাত দুর্বল হওয়ার কারণে চীনের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তাছাড়া আমদানি কমার কারণে বোঝা যাচ্ছে দেশটির অভ্যন্তরীণ চাহিদা কমেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের প্রথম দিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধি দুই দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে, যা ক্ষমতাসীনদের পাঁচ দশমিক পাঁচ শতাংশ লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। চীনের বাণিজ্যিক কেন্দ্র সাংহাইসহ অন্যান্য শিল্প এলাকায় করোনার জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেকারণেই দেশটিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে তীব্র খরা। এতে সেখানে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। বন্ধ রাখতে হচ্ছে অনেক কারখানা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়