সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৩

দুবার ব্যর্থ, আর নির্বাচনে লড়বেন না হিলারি

দুবার ব্যর্থ, আর নির্বাচনে লড়বেন না হিলারি
অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না। এর আগে ২০০৮ এবং ২০১৬ সালে তিনি প্রেসিডেন্ট পদে লড়াই করে হেরে যান। একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে হিলারির কাছে জানতে চাওয়া হয় যে, তিনি আবারও প্রেসিডেন্ট পদে লড়বেন কি না। এর জবাবে তিনি বলেন, না, না।

এরপরেই তিনি বলেন, আমি যা নিশ্চিত করতে পারি তা হচ্ছে, আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি আমাদের গণতন্ত্র এবং আইনের শাসনকে সম্মান করেন এবং আমাদের দেশকে সমুন্নত রেখেছেন।

এরপরেই তাকে জিজ্ঞেস করা হয় যে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচনে লড়াই করলে কেমন হবে? এর জবাবে তিনি বলেন, ট্রাম্প এই পদের জন্য আর ফিট নন। তিনি আবারও লড়াই করলে হয়তো হেরে যাবেন।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি এবং ট্রাম্পের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। ওই নির্বাচনে শেষ হাসি হেসেছিলেন ট্রাম্প এবং হিলারি পরাজিত হন। এদিকে ২০২৪ সালের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে। হোয়াইট হাউজ থেকে সরকারি গোপন নথি সরিয়ে নেওয়ার অভিযোগে এই তদন্ত পরিচালনা করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এরই মধ্যে ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো থেকে বিপুল নথি উদ্ধার করেছে সংস্থাটি।

এসব গোপন নথিতে অন্য একটি দেশের পারমাণবিক সক্ষমতাসহ সামরিক প্রতিরক্ষার বিষয়ে তথ্য রয়েছে। তবে কোন দেশের সামরিক প্রতিরক্ষার বিষয়ে নথিতে তথ্য রয়েছে সে বিষয়ে পরিষ্কার করা হয়নি। তাছাড়া দেশটি যুক্তরাষ্ট্রের বন্ধু নাকি শত্রু তাও বলা হয়নি।

এ ব্যাপারে ট্রাম্পের প্রতিনিধি কিংবা বিচার বিভাগ কোনো মন্তব্যও করেনি। প্রেসিডেন্ট থাকার সময় সরকারি কাগজপত্র ট্রাম্প কীভাবে ব্যবহার করেছেন, তা নিয়ে একটি তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়