শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩২

বিশ্বে আরও ১ হাজার ৪১৩ জনের মৃত্যু, ৪ লাখ ৮৬ হাজার শনাক্ত

বিশ্বে আরও ১ হাজার ৪১৩ জনের মৃত্যু, ৪ লাখ ৮৬ হাজার শনাক্ত
অনলাইন ডেস্ক

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে ১ হাজার ৪১৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৩২ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৬ হাজার ৮৯৫ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ১২ লাখ ৩১ হাজার ৩৭ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৫৩ হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ৭৬০ জন।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এসময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া।

জাপানে একদিনে ২৩৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ২৯৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৫১৭ জন আর মারা গেছেন ৪১ হাজার ২৯৩ জন।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯৯ হাজার ৭৩৭ জন আর মারা গেছেন ৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৪৭৭ জন আর মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৯৩ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে ১৪৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৬৫৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৭৩ জন আর মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৩ হাজার ২৯৫ জনের।

বৈশ্বিক শনাক্তের তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু ও ২৬ হাজার ৯১৮ জন সংক্রমিত হয়েছেন। এসময়ে শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৭৯ জন।

বৈশ্বিক শনাক্তের তালিকার চতুর্থ ও মৃত্যুতে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ১৪৩ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৪৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৮৮২ জন আর মারা গেছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৪৬ জন।

রাশিয়ায় একদিনে মারা গেছেন ৯৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৫০০ জন। ইতালিতে এসময়ে ৮০ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন।

এছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মারা গেছেন ৭৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৯৩ জন; স্পেনে ২৯ জনের মৃত্যু এবং শনাক্ত ১ হাজার ৬৭৫ জন; ইন্দোনেশিয়ায় ২৮ জনের মৃত্যু এবং শনাক্ত ৩ হাজার ৬০৭ জন; ইরানে ২৯ জনের মৃত্যু এবং শনাক্ত ১ হাজার ৯০ জন; থাইল্যান্ডে ২২ জনের মৃত্যু এবং শনাক্ত ১ হাজার ৬২ জন; ইসরায়েলে ২৩ জনের মৃত্যু এবং শনাক্ত ৯৮৪ জন; ফিলিপাইনে ৫৬ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৬ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়