প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১৮
সন্তানকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়লেন তরুণী!
১৫ মাসের শিশুপুত্রকে নিয়ে গভীর জঙ্গলে গিয়েছিলেন মা। সেই সময়ই শিশুপুত্রের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। সন্তানকে বাঁচাতে খালি হাতেই বাঘের সঙ্গে লড়ে যান ২২ বছরের তরুণী। বাঘের সঙ্গে অসম লড়াইয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী।
মা আহত হলেও বিপদমুক্ত তার ১৫ মাসের সন্তান। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বান্ধবগড় অভয়ারণ্যে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আনন্দবাজার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আহত তরুণীর নাম অর্চনা চৌধুরী। হাসপাতালে শুয়ে অর্চনা জানান, শিশুপুত্রকে তার সামনে থেকে ছিনিয়ে নিয়ে বাঘটি প্রায় পাঁচ মিটার দূরে গিয়ে লাফিয়ে পড়ে। সেই অবস্থায় সন্তানকে বাঁচাতে খালি হাতেই বাঘটির পিঠে মুখে মারতে থাকেন তিনি। বাঘটি তখন তার শিশুসন্তানকে ছেড়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে তার চিৎকার শুনে গ্রামবাসীরা দৌড়ে এলে বাঘটি দৌড়ে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যায়।
বান্ধবগড় টাইগার রিজার্ভের কর্মকর্তা বিএস অ্যানেগিরি জানিয়েছেন, বাঘটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় থাকলেও আগে কখনও কোনও মানুষকে আক্রমণ করেনি। তবে তিনি জানিয়েছেন, ঘটনার দিন একটি গবাদি পশুকে শিকার করতে গিয়ে ব্যর্থ হয় বাঘটি।
শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় উমারিয়া জেলা হাসপাতাল থেকে অর্চনাকে জব্বলপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, তার নাকের হাড় ভেঙে গিয়েছে। পিঠে এবং পেটে গুরুতর আঘাত আছে।