প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৩
কানাডায় ছুরি হামলা: সন্দেহভাজন একজনের মরদেহ উদ্ধার
কানাডার সাসকাচুয়ানে ছুরিকাঘাতে ১০ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন পলাতক দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তার নাম ডামিয়েন স্যান্ডারসন (৩১)।
পুলিশ বলছে, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অপর সন্দেহভাজন মাইলস স্যান্ডারসন পলাতক রয়েছে। মাইলস এখনো রেগিনা শহরেই রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের ওই শহরেই সর্বশেষ দেখা গিয়েছিল।
পুলিশের বরাতে বিবিসি জানাচ্ছে, সন্দেহভাজন দুজন পরষ্পর ভাই। দুই ভাই মিলে সাসকাচুয়ানের ফার্স্ট নেশন পল্লীতে পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয় সময় রোববার (৪ সেপ্টেম্বর) জেমস ক্রি নেশনের দুই জায়গায় ছুরি নিয়ে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানো হয়। অতর্কিত ওই ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ থেকে ১৫ জন। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সাম্প্রতিক ইতিহাসে দেশটিতে এমন ঘটনা আর ঘটেনি।