প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:১০
লিজ ট্রাস নাকি ঋষি সুনাক, অপেক্ষা আর কয়েক ঘণ্টার
ভোটাভুটি শেষ। আর কয়েক ঘণ্টা পরই নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে ব্রিটেন। কে হবেন সেই প্রধানমন্ত্রী- বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, নাকি ভারতীয় বংশোদ্ভূত সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক?
বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা দিকে ফল ঘোষণা। ধারণা করা হচ্ছে, লিজ ট্রাস হতে যাচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।
অধিকাংশ সমীক্ষার ফল ও সংবাদ মাধ্যম জানিয়েছে, ভোটাভুটিতে এগিয়ে রয়েছেন লিজ। সুনাকের জেতার সম্ভাবনা কম। তবু শেষ মুহূর্তেও আশাবাদী ৪২ বছরের সুনাক।
‘রেডি ফর ঋষি’ নামে তার প্রচার পর্ব শেষ করে সুনাক এক টুইটে লিখেছেন, ভোটাভুটি শেষ। সহকর্মীদের ধন্যবাদ। আমার প্রচারকর্মীরা, যারা আমায় সমর্থন করেছেন, আমার পাশে থেকেছেন তাদের সকলকে ধন্যবাদ। সোমবার দেখা হচ্ছে।... প্রচারের এই ছয় সপ্তাহের প্রতিটা সেকেন্ড উপভোগ করেছি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্রিটেন এমনিতেই নানা অর্থনৈতিক সংকটে ভুগছে। দেশটি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখেছে। জ্বালানির দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তাছাড়া একাধিক কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে পদ ছাড়তে কার্যত বাধ্য হন বরিস জনসন। ব্রিটেনের পরবর্তী নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে ফের ক্ষমতায় নিয়ে আসা নতুন প্রধানমন্ত্রীর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে বলে মনে করছে অনেকে।