সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৩

কানাডায় পৃথক ছুরি হামলায় নিহত ১০

কানাডায় পৃথক ছুরি হামলায় নিহত ১০
অনলাইন ডেস্ক

কানাডায় পৃথক ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিবিসি এবং আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার কানাডার সাসকাচোয়ান প্রদেশের দুটি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি হামলা চালালে এ ঘটনা ঘটে। হামলার পর বিপজ্জনক ব্যক্তিদের ধরতে ওই প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী আলবার্টা ও ম্যানিটোবায়ও প্রদেশেরও একই সতর্কতা জারি করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন ডেমিয়েন স্যান্ডারসন এবং মাইলস স্যান্ডারসনকে খুঁজছে কানাডার পুলিশ।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহত ও আহত পরিবারদের সমবেদনা জানিয়ে বলেছেন, হামলাগুলো ভয়াবহ এবং হৃদয়বিদারক। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সূত্র: আল জাজিরা, বিসিসি ও রয়টার্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়