প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯
ইউরোপের ‘গ্রিন এনার্জির কেন্দ্র’ হবে ইউক্রেন: জেলেনস্কি
অনলাইন ডেস্ক
গ্যাস বন্ধ করে দিয়ে ইউরোপকে বেকায়দায় ফেলছে রাশিয়া। ভবিষ্যতে এ অবস্থা থেকে ইউরোপকে পরিত্রাণ দিতে ইউক্রেন হবে এ অঞ্চলের গ্রিন এনার্জির কেন্দ্র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এক ভিডিওবার্তায় এ কথা বলেছেন। খবর আনাদোলুর।
জেলেনস্কি বলেন, প্রতিবেশী ও ইউরোপের দেশগুলোর স্থিতিশীল জ্বালানি ব্যবস্থার গড়ে তোলতে কাজ করবে ইউক্রেন।
ইতালিতে অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামের বৈঠকে জেলেনস্কির এ ভিডিওবার্তা প্রচার করা হয়। ইটালির চাহিদার মোট ৮ শতাংশ জ্বালানি ইউক্রেন সরবরাহ করতে পারবে বলেও ভিডিওবার্তায় বলেন জেলেনস্কি।
তিনি আরও বলেন, ইউক্রেন নবায়ণযোগ্য জ্বালানি এবং গ্রিন হাইড্রোজেন উৎপাদন করবে গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে।