মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩

‘ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের মুখে জেলেনস্কি’

‘ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের মুখে জেলেনস্কি’
অনলাইন ডেস্ক

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনে সেনাবাহিনী এবং দেশটির প্রেসিডেন্টের মধ্যে একটি সংঘাত চলছে এবং অদূর ভবিষ্যতে এটি চরম আকার ধারণ করতে পারে।

সম্প্রতি সরাসরি সম্প্রচারিত একটি উন্মুক্ত আলোচনার সময় লুকাশেঙ্কো এ মন্তব্য করেন। খবর তাসের।

এদিকে, জাপোরোজিয়া অঞ্চলের সামরিক-বেসামরিক প্রশাসনের প্রধান কাউন্সিলের সদস্য ভ্লাদিমির রোগভ বলেছেন, ইউক্রেনীয় নাশকতাকারীরা যারা জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করার পরিকল্পনা করেছিল তাদের ব্রিটিনে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

লুকাশেঙ্কো বলেন, ‘প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীর মধ্যে একটি সংঘাত চলছে। শুধুমাত্র সামরিক কর্মীরাই সাহসের সঙ্গে বলতে পারেন, আমাদের অবশ্যই একটি চুক্তিতে পৌঁছাতে হবে অন্যথায় ইউক্রেনকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলা হবে।’

বেলারুশিয়ান নেতার মতে, ইউক্রেনে সবকিছু নির্ভর করে ‘প্রেসিডেন্টের ওপর নয়, সামরিক বাহিনীর ওপর। তারা (সামরিক) সেখানে নিহত হচ্ছে। তারা জয়ের কোনো সম্ভাবনা দেখছে না।

ইউক্রেনের পশ্চিম দিকে তাকান, সেসব এলাকা ইতোমধ্যে তাদের নাগালের বাইরে চলে গেছে। শিগগিরই এ সংঘাত চরমে উঠবে বলে মনে করা হচ্ছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়