প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:২৫
প্রথমবার চীনা উপকূলের কাছে ড্রোন ভূপাতিত করলো তাইওয়ান
চীনা উপকূলের কাছে নিজেদের আকাশসীমার কাছে প্রবেশ করায় একটি অজ্ঞাত বেসামরিক ড্রোন ভূপাতিত করেছে প্রথমবারের মতো তাইওয়ানের সেনাবাহিনী। এমন অনুপ্রবেশের ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারির পর সম্প্রতি ড্রোনটি ভূপাতিত করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
তাওয়ানের সরকারের তীব্র আপত্তির পরও দ্বীপটিকে নিজেদের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ হিসেবে দাবি করে চীন। গত মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর দ্বীপটি ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ান দাবি করেছে, এসব মহড়ায় চীন আক্রমণের অনুশীলন করেছে।
তাইওয়ান বলেছে, তারা উসকানি বা উত্তেজনা বাড়ানোর মতো পদক্ষেপ নেবে না। কিন্তু দ্বীপটিতে চীনা ড্রোনের নিয়মিত অনুপ্রবেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ড্রোনটি ক্ষুদ্র দ্বীপ লিয়নে তাদের সংরক্ষিত আকাশসীমায় প্রবেশ করেছে। দ্বীপটিতে মোতায়েনকৃত সেনারা ড্রোনটিকে সতর্ক করার চেষ্টা করলেও কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে এটিকে গুলি করে ভূপাতিত করা হয়। ধ্বংসাবশেষ সাগরে পড়েছে।
এর আগে মঙ্গলবার একটি ড্রোনকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়েছিল।
ড্রোন নিয়ে তাইওয়ানের অভিযোগ সোমবার প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।