সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:২৩

অবশেষে জাপোরিজ্জিয়ায় জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা

অবশেষে জাপোরিজ্জিয়ায় জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা
অনলাইন ডেস্ক

অবশেষে ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে গেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা। সম্প্রতি তারা সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এই পরিদর্শক দল এর আগে কাছাকাছি একটি তল্লাশি চৌকিতে আটকা পড়েছিল। পরে ইউক্রেন ও রাশিয়া- দুই দেশের কর্মকর্তারাই নিশ্চিত করেন যে, জাতিসংঘের পরিদর্শক দল জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে।

গত কিছুদিন ধরে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে স্পর্শকাতর এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির আশেপাশে গোলাবর্ষণের অভিযোগ করছিল। ইউক্রেন বলছে, এই কেন্দ্রের কাছাকাছি এলাকায় আবার নতুন করে রুশ গোলাবর্ষণ হয়েছে এবং এর কারণে কেন্দ্রের একটি পরমাণু চুল্লি বন্ধ করে দিতে হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মিশনের প্রধান রাফায়েল গ্রোসি বলেন, কয়েক ঘণ্টার বিলম্ব সত্ত্বেও তার টিম জাপোরিজ্জিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শনে বদ্ধপরিকর।

জাপোরিজ্জিয়া শহরটির নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনের হাতে। তবে বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান ৩৪ কিলোমিটার দূরের নিপার নদীর অপর তীরে। এই কেন্দ্রটির নিয়ন্ত্রণ রুশ সামরিক বাহিনীর হাতে।

জাপোরিজ্জিয়ায় পৌঁছানোর আগে টুইটারে দেওয়া পোস্টে রাফায়েল গ্রোসি বলেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়