মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৮

ধনীদের জন্য প্রিমিয়াম ভিসা চালু করলো মালয়েশিয়া

ধনীদের জন্য প্রিমিয়াম ভিসা চালু করলো মালয়েশিয়া
অনলাইন ডেস্ক

বিদেশি (ধনী) বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে মালয়েশিয়ায় চালু হচ্ছে প্রিমিয়াম ভিসা। আগামী ১ অক্টোবর থেকে এ ভিসার আবেদন করা যাবে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, সব বয়সী আগ্রহী বিদেশি বিনিয়োগকারীর অফশোর আয় মাসে কমপক্ষে ৪০ হাজার বা বছরে ৪ লাখ ৮০ হাজার রিঙ্গিত থাকতে হবে।

সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং পর্তুগালের গোল্ডেন ভিসা উদ্যোগের মতো দেশে স্থায়ীভাবে বসবাসে ধনী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য সরকার একটি নতুন প্রিমিয়াম ভিসা প্রোগ্রাম চালু করেছে মালয়েশিয়া।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন এক বিবৃতিতে বলেছেন, প্রিমিয়াম ভিসা প্রোগ্রাম (পিভিআইপি) মালয়েশিয়ার সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এমন দেশগুলো ছাড়া সব দেশের ধনী ব্যক্তিদের জন্য উন্মুক্ত থাকবে। আবেদনকারীদের সংখ্যা মালয়েশিয়ার জনসংখ্যার ১ শতাংশে সীমাবদ্ধ করা হবে।

আবেদনকারীদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ১ মিলিয়ন থাকতে হবে এবং সম্পত্তি কেনার জন্য বা চিকিৎসা ও শিক্ষাগত খরচের জন্য এক বছর পরে সেই পরিমাণের ৫০ শতাংশ তুলে নেওয়ার অনুমতি রয়েছে।

বিজ্ঞপ্তিতে সফল আবেদনকারীদের ক্ষেত্রে স্বামী/স্ত্রী, সন্তান, বাবা-মা, শ্বশুর বাড়ি এবং গৃহকর্মীকে বিদ্যমান অভিবাসন আইন সাপেক্ষে নির্ভরশীল হিসেবে আনতে অনুমতি দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বলেন, আবেদনকারীদের এককালীন ২ লাখ রিঙ্গিত অংশগ্রহণ ফি দিতে হবে এবং প্রতিটি আবেদনে নির্ভরশীলের জন্য এককালীন ১ লাখ রিঙ্গিত ফি ধার্য করা হবে।

২১ বছরের বেশি বয়সী অংশগ্রহণকারীদের শিশুরা নির্ভরশীল বলে বিবেচিত হবে না এবং দেশে থাকার জন্য অবশ্যই পিভিআইপি অংশগ্রহণকারী হওয়ার জন্য আবেদন করতে হবে।

তিনি আরও বলেন, আবেদনকারী বর্তমানে যে দেশে বসবাস করছেন সেখানকার কর্তৃপক্ষের কাছ থেকে ভাল আচরণের একটি পত্র জমা দিতে হবে। পিভিআইপি ২০ বছরের জন্য প্রযোজ্য, তবে প্রতি পাঁচ বছরে একবার পুনর্নবীকরণ করা হবে। এ প্রক্রিয়ার মধ্যে রয়েছে একটি বৈধ পাসপোর্ট থাকা, ব্যক্তিগত তথ্য আপডেট করা, মালয়েশিয়ায় পুলিশের স্ক্রিনিং এবং চিকিৎসা পরীক্ষা।

আবেদনকারী এবং নির্ভরশীলদের অবশ্যই স্বাস্থ্য বীমা থাকতে হবে। পিভিআইপি-এর সুবিধার অংশ হিসাবে, অংশগ্রহণকারীদের সম্পত্তি কেনার (রাষ্ট্রীয় আইন সাপেক্ষে), অধ্যয়ন, বিনিয়োগ এবং ব্যবসা পরিচালনা করার অনুমতি দেওয়া হবে।

মন্ত্রণালয় আত্মবিশ্বাসী পিভিআইপি বিশ্বব্যাপী টাইকুনদের আকর্ষণ করবে। সরকার প্রথম বছরে এক হাজার অংশগ্রহণকারীকে টার্গেট করেছে, যারা অর্থনীতিতে ২০০ মিলিয়ন এবং ১ বিলিয়ন রিঙ্গিত স্থায়ী আমানতে অবদান রাখবে।

এ প্রোগ্রাম আরও বেশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আনতে পারে, যা অর্থনীতিকে শক্তিশালী করতে পারে এবং মালয়েশিয়ানদের জন্য চাকরি তৈরি করতে পারে। একই সঙ্গে এতে রিঙ্গিতের চাহিদাও বাড়বে এবং এর মানও শক্তিশালী হবে এমন আশা প্রকাশ করেছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়