সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০৮:৩৩

চীনের ড্রোন লক্ষ্য করে তাইওয়ানের সতর্কতামূলক গুলি

চীনের ড্রোন লক্ষ্য করে তাইওয়ানের সতর্কতামূলক গুলি
অনলাইন ডেস্ক

তাইওয়ানের সেনাবাহিনী তাদের অঞ্চলে আসা চীনের একটি ড্রোনকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুঁড়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাতে এমন খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

তাইওয়ানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, চীন যদি উস্কানিমূলক কর্মকাণ্ড চালায় তাহলে তাইওয়ান ‘কঠিন পাল্টা পদক্ষেপ’ নেবে। এরপরই চীনের ড্রোনকে তাড়া করল দেশটি।

সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, চীনের উপকূলে তাইওয়ানের নিয়ন্ত্রণে থাকা একটি দ্বীপের কাছে ড্রোনটি উড়ে আসে। সতর্কতামূলক গুলি ছোঁড়ার পর ড্রোনটি চীনের দিকে চলে যায়।

এমন ক্ষেত্রে চীনের ড্রোনকে লক্ষ্য করে এবারই প্রথমবারের মতো সতর্কতামূলক গুলি ছুঁড়েছে তাইওয়ান।

এদিকে মঙ্গলবার তাইওয়ান প্রণালীর কাছে অবস্থিত বিমান ও নৌ বাহিনীর ঘাঁটিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান চীনের উস্কানিতে সংযম দেখাবে। কিন্তু প্রয়োজন হলে কঠোর প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ নেবে।

তিনি তাইওয়ানের সেনাদের প্রশংসা করেন। অন্যদিকে তাইওয়ানকে ঘিরে চীন যে সামরিক প্রশিক্ষণ চালিয়েছে সেটির সমালোচনা করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়