প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ০৮:২৮
ভোটারদের পা ধরে ভোট ভিক্ষা
ভোটের আগে ভোটপ্রার্থীরা নানা কৌশলে ভোটারদের কাছ থেকে ভোট ভিক্ষা করেন। তবে ভোটারদের পায়ে ধরে ভোট চাওয়ার নজির বোধহয় নেই। সম্প্রতি সেই অনন্য নজিরই স্থাপন করেছেন রাজস্থানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আনসিন ইন্ডিয়া নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথমে শেয়ার করা হয়। শেয়ার করার পরই তা ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক তরুণীর পা ধরে মাটিতে লম্বা হয়ে শুয়ে ভোট দেবেন কী না জানতে চাইছেন এক তরুণ। ওই তরুণী হেসে বলেছেন, হ্যাঁ, দেব। কিন্তু আগে পা তো ছাড়ুন।
এরপর ক্যামেরা ঘুরে আরেক দিকে ফোকাস করা হয়। সেখানেও হাত জোড় করে মাটিতে শুয়ে এক তরুণকে ভোট চাইতে দেখা যায়। আরেকজন তরুণ ও তরুণীকে হাঁটু গেঁড়ে বসে ভোট চাইতে দেখা গেছে।
প্রসঙ্গত, রাজস্থানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলো শুক্রবার ছাত্র ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার আগে ভোটপ্রার্থীদের অভিনব উপায়ে ভোট চাওয়ার ওই ভিডিওই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।