মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ১০:২৯

আদালতের নির্দেশে গুড়িয়ে দেওয়া হচ্ছে বিশাল টুইন টাওয়ার

আদালতের নির্দেশে গুড়িয়ে দেওয়া হচ্ছে বিশাল টুইন টাওয়ার
অনলাইন ডেস্ক

রোববার দুপুরে মাত্র ৯ সেকেন্ডে গুড়িয়ে দেওয়া হচ্ছে ৩২তলা বিশিষ্ট বিশাল এক টুইন টাওয়ার।

ভারতের নয়ডার এই যমজ অট্টালিকা প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। এটি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল।খবর আনন্দবাজার পত্রিকার।

যা শেষ পর্যন্ত গড়িয়েছিল আদালতে। অবশেষে এ বছর ১২ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, ২৮ আগস্ট ভেঙে ফেলতে হবে এই বহুতল।

শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই রোববার পতন হচ্ছে এই অট্টালিকার। যার দিকে চোখ রয়েছে গোটা ভারতের।

রোববার দুপুরে ভেঙে ফেলা হবে নয়ডার যমজ অট্টালিকা (টুইন টাওয়ার)। কুতব মিনারের থেকেও উঁচু এই বহুতল ভাঙা ঘিরে নয়ডায় শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

দুপুর আড়াইটার দিকে অট্টালিকা ধ্বংসের প্রক্রিয়া শুরু হবে। ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক দিয়ে মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে ফেলা হবে এই বিশালাকার বহুতল।

বহুতল ভাঙতে গিয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সে জন্য একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। সকাল থেকে দুপুর— অট্টালিকা ভাঙার আগে কোন সময়ে কী করা হবে, তারই এক ঝলক রইল এখানে।

সকাল সাড়ে ৬: ফ্ল্যাটগুলিতে পাইপলাইনে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

সকাল ৭: যমজ অট্টালিকা সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়। আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

সকাল ৯: অট্টালিকা চত্বর ও তার আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়।

সকাল ১১: যমজ অট্টালিকা চত্বরে যে সমস্ত নিরাপত্তারক্ষী রয়েছেন, তাদের নিরাপদ স্থানে সরানো হবে।

দুপুর ১টা: পরীক্ষা করে দেখার পর অট্টালিকা চত্বর ছাড়বেন টাস্ক ফোর্সের কর্মকর্তরা।

দুপুর পৌনে ২টা: বহুতল ভাঙার আগে শেষ মুহূর্তে অট্টালিকা চত্বর আরও এক বার সম্পূর্ণ পরিদর্শন করা হবে।

দুপুর সোয়া ২টা: নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে বন্ধ করা হবে।

দুপুর আড়াইটা: যমজ অট্টালিকা ভাঙার কাজ শুরু হবে।

দুপুর পৌনে ৩টা: খোলা হবে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে।

বিকেল ৪টা: আশপাশের ফ্ল্যাটগুলিতে পাইপলাইনে গ্যাস সরবরাহ আবার চালু করা হবে। পুরোদমে এই পরিষেবা চালু করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

বিকেল সাড়ে ৫টা: সব কিছু খতিয়ে দেখার পর পরিস্থিতি বুঝে আশপাশের বাসিন্দাদের ফেরানো হবে।

যমজ অট্টালিকা ভাঙার আগে আশপাশের বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। অট্টালিকা সংলগ্ন বাসিন্দাদের বাড়ির দরজা-জানলা বন্ধ রাখতে বলা হয়েছে। বহুতল ভাঙার সময় বাড়ির ছাদে যেতে নিষেধ করা হয়েছে।

আগামী ৩১ অগস্ট পর্যন্ত শহরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে নয়ডা পুলিশ।

অট্টালিকা ধ্বংসের সময় তার এক নটিক্যাল মাইলের (১.৮ কিলোমিটার) মধ্যে কোনও বিমান উড়বে না, নির্দেশিকা জারি করেছে নয়ডা প্রশাসন।

ধ্বংসের জেরে ধুলোর আস্তরণ পড়তে পারে, তাই দমকল বাহিনী রাখা হচ্ছে। আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে রাখা হচ্ছে অ্যাম্বুল্যান্সও।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়