প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ১৬:৪৫
১ মিলিয়ন টন শস্য রপ্তানি হয়েছে : কিয়েভ
তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে শস্যবাহী আরও তিনটি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের বন্দর থেকে শস্যের চালান অব্যাহত রয়েছে। আজ সকালে আরও তিনটি শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে।
জুলাইয়ে ইস্তাম্বুলে তুরস্ক, জাতিসংঘ, রাশিয়া এবং ইউক্রেন শস্য রপ্তানির বিষয়ে একটি চুক্তি করে। যেখানে বলা হয়, যুদ্ধের কারণে বন্ধ হয়ে যাওয়া ইউক্রেনীয় কৃষ্ণ সাগরের তিনটি বন্দর শস্য রপ্তানি করতে পারবে দেশটি।
এই চুক্তির অধীনে ইউক্রেন কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে এ পর্যন্ত এক মিলিয়ন টন কৃষিপণ্য রপ্তানি করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সন্ধ্যার এক ভাষণে জেলেনস্কি বলেন, ইতিমধ্যে ১৫টি দেশে ৪৪টি জাহাজ পাঠানো হয়েছে। জাহাজ লোড করার জন্য আরও ৭০টি আবেদন গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, কিয়েভের লক্ষ্য ছিল এক মাসে ৩ মিলিয়ন শস্য রপ্তানি করা।