প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০৮:৩৩
জার্মানিতে ইউক্রেনের সেনাদের ওপর গুপ্তচরবৃত্তি করছে রাশিয়া
জার্মানিতে পশ্চিমা অস্ত্রের ওপর প্রশিক্ষণরত ইউক্রেনীয় সেনাদের ওপর রাশিয়ার সিক্রেট সার্ভিসের সদস্যরা গুপ্তচরবৃত্তি করেছে। জার্মান নিরাপত্তা বাহিনী এমন ‘ইঙ্গিত’ পেয়েছে বলে দেশটির ম্যাগাজিন দের স্পিগেল এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের জায়গায় আগে সন্দেহজনক যানবাহন চোখে পড়েছে জার্মান সেনাবাহিনীর।
সূত্র না উল্লেখ করে দের স্পিগেল ওই প্রতিবেদনে জানিয়েছে, প্রশিক্ষণের স্থানের উপর দিয়ে ছোট ড্রোন উড়তে দেখা গেছে। ড্রোনগুলো অবশ্য দ্রুত অদৃশ্য হয়ে যায় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
পশ্চিমাঞ্চলীয় রাইনল্যান্ড প্যালাটিনেট রাজ্যের ইদার-ওবারস্টেইনে এই গুপ্তচরবৃত্তির ঘটনা ঘটেছে। সেখানে ইউক্রেনীয় সৈন্যদের হাউইটজার কামান ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাভারিয়ার গ্রাফেনউয়ারেও গুপ্তচরবৃত্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে মার্কিন সামরিক বাহিনী ইউক্রেনীয়দের পশ্চিমা আর্টিলারি সিস্টেম ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে।