মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০৮:২২

রাশিয়ার গ্যাস সংরক্ষণাগার ৯১.৪ শতাংশ পূর্ণ: গ্যাজপ্রম

রাশিয়ার গ্যাস সংরক্ষণাগার ৯১.৪ শতাংশ পূর্ণ: গ্যাজপ্রম
অনলাইন ডেস্ক

ক্রেমলিন নিয়ন্ত্রিত এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম জানিয়েছে, রাশিয়ার গ্যাস সংরক্ষণাগার গত ২৪ আগস্ট ৯১ দশমিক ৪ শতাংশ পূর্ণ হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শীতকালের আগে রাশিয়ান গ্যাস সংরক্ষণাগার স্তরটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। কারণ গ্যাস রপ্তানির চেয়ে অভ্যন্তরীণ চাহিদার দিকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে এর আগে জানিয়েছিল মস্কো।

এদিকে, ইউরোপে বর্তমানে জ্বালানি গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে। আর এমন সময় বিপুল পরিমাণ গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া।

বিশ্লেষণে দেখা গেছে, ফিনল্যান্ড সীমান্তের কাছে পোর্তোভায়া গ্যাস প্লান্টে প্রতিদিন ৮.৪ মিলিয়ন ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পূর্ব দিকে অবস্থিত প্লান্টটি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব গ্যাস এর আগে জার্মানিতে সরবরাহ করত রাশিয়া। নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে এগুলো জার্মানিতে যেত।

যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত জানিয়েছেন, রাশিয়া গ্যাসগুলো এমনিতেই পুড়িয়ে ফেলছে কারণ এগুলো তারা অন্য কোথাও বিক্রি করতে পারছে না।

অযথা গ্যাস পুড়িয়ে ফেলায় বিজ্ঞানীরা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে সতর্ক করেছেন। এতে করে উত্তরমেরুর বরফ গলার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

রেস্টেড এনার্জি জানিয়েছে, প্রতিদিন গড়ে পোড়ানো হচ্ছে ৪.৩৪ মিলিয়ন ঘন ফুট গ্যাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়