প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ১৩:২৭
পুতিনের বিচার করতে চায় ইউক্রেন
ইউক্রেনে সামরিক আগ্রাসনের অভিযোগে এবার শীর্ষ রুশ সামরিক কমান্ডারদের সহ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও বিচারের আওতায় আনার পরিকল্পনা করছে ইউক্রেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কথিত ‘আগ্রাসনের অপরাধ’ তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল প্রশাসনের উপপ্রধান আন্দ্রি স্মিরনভের নেতৃত্বে একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
এএফপি বলছে, ক্রাইম অব অ্যাগ্রেসন বা ‘আগ্রাসনের অপরাধ’-এর সংজ্ঞা ২০১০ সালের রোম সংবিধিতে গৃহীত হয়েছিল। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ এবং টোকিওতে বিচারে ‘শান্তিবিরোধী অপরাধ’-এর অনুরূপ ধারণাটি ব্যবহার করা হয়েছিল।
গত ২০ বছর ধরে গুরুতর অপরাধের বিচার করছে আন্তর্জাতিক অপরাধ আদালত। রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই সংস্থাটি ইতোমধ্যেই ইউক্রেনে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্ত শুরু করছে।