মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ০৮:০০

সিবিআই-ইডি-আইটি বিজেপির ৩ জামাই: তেজস্বী যাদব

সিবিআই-ইডি-আইটি বিজেপির ৩ জামাই: তেজস্বী যাদব
অনলাইন ডেস্ক

বিরোধী দলের নেতাদের বাড়িতে ক্রমাগত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পাঠানো হচ্ছে। ভিন্ন মতের হলেই সেখানে কেন্দ্রীয় বাহিনী হানা দিচ্ছে। সম্প্রতি নরেন্দ্র মোদী সরকারকে এভাবেই একহাত নিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি বলেন, এই মুহূর্তে বিজেপির ৩ জামাই, সিবিআই, ইডি ও আইটি দপ্তর। এই ৩ জামাইকেই বিরোধীদের বিরক্ত করতে বারবার পাঠানো হচ্ছে।

জানা গেছে, বুধবার সকালে গুরুগ্রামের একটি শপিং মলে সিবিআই হানা দেয়। তেজস্বী ও তার সঙ্গীর ওই শপিং মলে হানা দেন সিবিআই কর্মকর্তারা। যা নিয়ে শোরগোল শুরু হলে, পাল্টা মুখ খোলেন লালু পুত্র।

বিহার বিধানসভায় নীতীশ কুমারের নেতৃত্বাধীন নতুন সরকারের আস্থা ভোটের দিনই আচমকা বিহারের রাজনীতিবিদদের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠে কেন্দ্রীয় সংস্থাগুলো। এমনই অভিযোগ উঠেছে।

তবে চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি হাতানোর মামলায় সিবিআই তদন্ত শুরু করেছে বিহারে। যে দুর্নীতির মামলায় এই মধ্যে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের দুই সঙ্গীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়