প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ১২:৪১
এনডিটিভির মালিকানা চলে যাচ্ছে আদানি গ্রুপের হাতে
ভারতের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি (নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড) কিনে নিতে চলেছে আদানি গ্রুপ। এর ফলে খবরের চ্যানলটির নিয়ন্ত্রণ যাবে দেশটির অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড (এএমএনএল) এর হাতে।
প্রথম ধাপে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে এএমএনএল। এর পর আরো ২৬ শতাংশ শেয়ার কিনবে তারা। এর মাধ্যমে চ্যানেলটির বেশির ভাগ শেয়ারের মালিকানা চলে যাবে আদানি গ্রুপের হাতে।
এনডিটিভি কিনতে্ আদানি গ্রুপের খরচ হবে ৬১ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার (৪ দশমিক ৯৩ বিলিয়ন রুপি)। ভারতে সবচেয়ে জনপ্রিয় খবরের চ্যানেলগুলোর মধ্যে এনডিটিভি অন্যতম।
বর্তমানে এনডিটিভির তিনটি টিভি চ্যানেল সম্প্রচারে রয়েছে। এগুলো হলো এনডিটিভি ২৪x৭, এনডিটিভি ইন্ডিয়া ও এনডিটিভি প্রফিট। এর আগে গত মার্চ মাসে ভারতের ডিজিটাল বিজনেস নিউজ প্ল্যাটফর্ম কুইন্টিলিয়নের বেশির ভাগ শেয়ার কিনেছে আদানি গ্রুপ।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস