মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ১২:৩৭

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প
অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূকম্পন। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

দেশটির আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বেংকুলু প্রদেশের মান্না শহরের ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে। আর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫২ কিলোমিটার গভীরে। মান্না রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০০ কিমি উত্তর-পশ্চিমে অবস্থিত।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিপিএনবি এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটি ২ থেকে ৬ সেকেন্ড স্থায়ী ছিল। সুমাত্রার দক্ষিণ উপকূলরেখার বাসিন্দারা এই কম্পন অনুভব করেছেন। অনেকে ভয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

বেংকুলু এজেন্সির একজন কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়