মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ১৫:৪০

ইয়েমেনে বজ্রপাতে একদিনে ১৩ জনের মৃত্যু

ইয়েমেনে বজ্রপাতে একদিনে ১৩ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

ইয়েমেনে বজ্রপাতে একদিনে অন্তত ১৩ জন নিহত এবং আহত হয়েছেন আরও ২৭ জন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে গালফ নিউজ ও আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক বজ্রপাতের ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে এবং এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

স্থানীয় আরেকটি সংবাদমাধ্যমের বরাতে আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের আমরান প্রদেশের একটি শেষকৃত্যানুষ্ঠানে বজ্রপাত হলে অন্তত ছয়জন নারীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ১৩ জন।

এদিকে, জাতিসংঘ জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে সাম্প্রতিক বন্যায় অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কো–অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, গত ২৮ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশটিতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়