প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ১৫:৩৭
রুশ হামলার আশঙ্কায় ইউক্রেনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
ইউক্রেনের আসন্ন স্বাধীনতা দিবসের যাবতীয় অনুষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাশিয়া যেকোনো সময় ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা করতে পারে, প্রেসিডেন্ট জেলেনস্কির এমন আশঙ্কা প্রকাশের পর এ ঘোষণা দেওয়া হয়। খবর রয়টার্স।
আগামীকাল (২৪ আগস্ট) ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবস। এদিন দেশটি রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। রাশিয়ার ইউক্রেন আক্রমণেরও ছয় মাস পূর্ণ হচ্ছে এদিন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসকে উপলক্ষ্য করে রাশিয়া ভয়াবহ রকমের আক্রমণ করতে পারে।
গত শনিবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়রা স্বাধীনতার ৩১তম বার্ষিকী উপলক্ষে মস্কোকে হতাশা ও ভয় ছড়ানোর সুযোগ দেবে না। এ সপ্তাহে রাশিয়া ভয়ংকর কিছু করার চেষ্টা করতে পারে। তাই আমাদের সবাইকে অবশ্যই সতর্ক হতে হবে।
জেলেনস্কির সতর্কতার পরই দেশটিতে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়। সাধারণ মানুষের যেকোনো ধরনের জমায়েত ও সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ইউক্রেনের বড় শহর খারকিভে কারফিউর সময়ও বাড়ানো হয়েছে।
এদিকে ইউক্রেনের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাশিয়া গোলাবর্ষণ ও রকেট ছোঁড়া বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনা কর্মকর্তারা।
ছয় মাসব্যাপী হামলায় এ পর্যন্ত ইউক্রেনের সাড়ে পাঁচ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। আর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নয় হাজার সেনা নিহত হয়েছেন। এ সংঘাতে দেশ ছেড়েছে প্রায় এক কোটি ইউক্রেনীয়। বাস্তুচ্যুত হয়েছে আরো অনেকেই। এছাড়া রুশ হামলায় ইউক্রেনের বেশ কিছু শহর একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।