প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ১৫:৩৪
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর শরীরে মাদকের উপস্থিতি মেলেনি
রাতের পার্টিতে উদ্দাম নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন মাদকাসক্ত কি না তা জানতে ল্যাবে পাঠানো হয়েছিল তার মূত্রের নমুনা। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়। এর ফলে গত প্রায় এক সপ্তাহ ধরে ৩৬ বছর বয়সী এ রাজনীতিককে ঘিরে যে বিতর্ক চলছিল তার অবসান ঘটতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী সানার বিশেষ উপদেষ্টা আইডা ভ্যালিন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সানা মারিনের দেহে কোকেন, অ্যামফিটামিন, গাঁজা এবং ওপিওডের মতো বিভিন্ন মাদকের উপস্থিতি আছে কি না তা জানতে তার প্রস্রাবের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছিল। তার কাছ থেকে গত ১৯ আগস্ট নেয়া ওই মূত্রের নমুনায় কোনো মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।
গত প্রায় এক সপ্তাহ ধরে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে নিয়ে যে বিতর্ক চলছে, তার শুরুটা হয় গত সপ্তাহের বৃহস্পতিবার ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে। ফাঁস হওয়া ওই ভিডিওতে সানা মারিনকে উদ্দাম নাচতে দেখা যাওয়ায় দেশটিতে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতে প্রধানমন্ত্রী ও তার বন্ধুদের নাচতে ও গাইতে দেখা গেছে। তাদের মধ্যে ফিনিশ সেলিব্রেটিরাও রয়েছেন।
ভিডিও ছড়ানোর পর বিরোধীদলীয় নেতা রিক্কা পুররা প্রধানমন্ত্রীর মাদকাসক্তি বিষয়ে আশঙ্কা প্রকাশ করে তার ড্রাগ টেস্টের দাবি জানান। একসময় মারিনের হয়ে কোয়ালিশন সরকারে কাজ করা পার্লামেন্ট সদস্য মিক্কো কারনাও বলেন, বুদ্ধিমানের কাজ হবে যদি মারিন নিজে থেকেই ড্রাগ টেস্ট করতে যান।
তবে মাদকাসক্তির বিষয়টি অস্বীকার করে আসছিলেন সানা মারিন। তার দাবি, তিনি শুধু মদ পান করেছিলেন এবং হইচই করে পার্টি উদযাপন করেছিলেন।
পরে এক বার্তায় তিনি বলেন, তিনি জানতেন যে তার নাচের ভিডিও ধারণ করা হচ্ছে এবং তিনি উদ্বিগ্ন ছিলেন যে ভিডিওটি জনসমক্ষেও প্রকাশ পেতে পারে।
সানা বলেন, ‘আমি নেচেছি, গেয়েছি, পার্টি করেছি। এগুলো সবই বৈধ এবং আমি কখনই কোনো ড্রাগ সেবন করিনি। আমার পারিবারিক জীবন আছে। আমার কাজ আছে এবং অবসর সময়ও আছে। আমার বয়সী মানুষেরা যেভাবে বন্ধুদের সঙ্গে সময় কাটায়, আমিও একইভাবে সময় কাটাই’।
বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান এবারই যে প্রথম বিতর্কের জন্ম দিলেন তা নয়। গত বছর কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পরও ক্লাবে গিয়ে সংবাদের শিরোনাম হন তিনি।
এমন সব বিতর্ক পাশে রেখে গত সপ্তাহে জার্মান নিউজ আউটলেট বিল্ড তাকে এই পৃথিবীর সবচেয়ে ভালো প্রধানমন্ত্রী বলে আখ্যা দিয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
গত বৃহস্পতিবার একটি পার্টিতে তার হই-হুল্লোড় করার ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে আরও ৬ জনের সঙ্গে সানা-কে নাচতে দেখা গিয়েছে। পার্টিতে চলা গানের সুরে গলাও মেলান তিনি। এর পরই তিনি মাদকাসক্ত বলে জল্পনা ছড়ায়। বিতর্কের মুখে একদিনের মধ্যে নিজের ড্রাগ টেস্ট করার পদক্ষেপ নেন এই প্রধানমন্ত্রী।