বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ১১:৩৫

ইউক্রেনের আবেদন প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র

ইউক্রেনের আবেদন প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে রাশিয়ার পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার আবেদন করেছিল ইউক্রেন।

কিন্তু যুক্তরাষ্ট্র সম্প্রতি সাফ জানিয়ে দিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এ আবদার রাখা সম্ভব না তাদের পক্ষে। খবর আনাদোলুর।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রুশ প্রশাসন ক্রিমলিন আর রুশ জনগণ এক নয়। আমাদের লড়াই রাশিয়ার শাসকদের সঙ্গে, জনগণের সঙ্গে নয়।

যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র রাশিয়ার পাঁচ হাজার সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রয়োজনে ইউক্রেনে হামলায় জড়িত রাশিয়ার আরও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবো কিন্তু সাধারণ মানুষের বিরুদ্ধে নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়